প্রকাশিত: Sat, Dec 9, 2023 7:02 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:23 PM
[১] রোকেয়া দিবসে দুমকীতে জয়িতাদের সম্মাননা প্রদান
মো. রিয়াজুল ইসলাম, পাটুয়াখালী : [২] নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় দুমকীতে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
[৩] শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মলন কক্ষে আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
[৪] উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার।
[৫] এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক
মো. শাহজাহান আকন সেলিম, দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ।
[৬] এ সময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতারা, মহিলা সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।